কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরাধীন ২৩টি উপমহাপরিদর্শকের কার্যালয়ে কর্মরত উপমহাপরিদর্শক, সহকারী মহাপরিদর্শক (সাধারণ, সেফটি, স্বাস্থ্য), শ্রম পরিদর্শক (সাধারণ, সেফটি, স্বাস্থ্য) গণকে নিম্নোক্ত নির্দেশনা সুচারুরূপে বাস্তবায়নের জন্য নির্দেশ প্রদান করা হলো:
১। উপমহাপরিদর্শকগণ তার অধিক্ষেত্রে কর্মরত সহকারী মহাপরিদর্শক (সাধারণ/সেফটি/স্বাস্থ্য) ও শ্রম পরিদর্শক (সাধারণ/সেফটি/স্বাস্থ্য) গণকে পরিদর্শনের এলাকা বিভক্ত করে দায়িত্ব প্রদান করবেন। সহকারী মহাপরিদর্শক ও শ্রম পরিদর্শকগণ স্বতন্ত্রভাবে পরিদর্শন কার্যক্রম সম্পন্ন করবেন।
২। উপমহাপরিদর্শকগণ তার এলাকা/দলের পরিদর্শকদের কার্যক্রম পরিবীক্ষণ করবেন এবং প্রতিমাসে মূল্যায়ণ প্রতিবেদন মহাপরিদর্শকের নিকট প্রদান করবেন।
৩। উপমহাপরিদর্শকগণ কারখানা ও দোকান-প্রতিষ্ঠান ফলোআপ পরিদর্শন করবেন।
৪। প্রত্যেক সহকারী মহাপরিদর্শক (সাধারণ/সেফটি/স্বাস্থ্য) ও শ্রম পরিদর্শক (সাধারণ/সেফটি/স্বাস্থ্য) নির্ধারিত প্রমাপ অনুযায়ী কারখানা ও দোকান/প্রতিষ্ঠান পরিদর্শন করবেন। প্রমাপের কমপক্ষে ত্রিশ ভাগ ফলোআপ পরিদর্শন করতে হবে।
৫। উপমহাপরিদর্শক, প্রত্যেক সহকারী মহাপরিদর্শক (সাধারণ/সেফটি/স্বাস্থ্য) ও শ্রম পরিদর্শক (সাধারণ/সেফটি/স্বাস্থ্য) প্রতিমাসে ফলোআপ পরিদর্শনকৃত কারখানা/দোকান/প্রতিষ্ঠানের প্রথম পরিদর্শনে প্রাপ্ত লংঘনের শতকরা কত ভাগ (%) সংশোধন করা হয়েছে তা প্রতিবেদন উল্লেখ করবেন।
৬। উপমহাপরিদর্শক অতিরিক্ত মহাপরিদর্শকের নিকট এবং সহকারী মহাপরিদর্শক (সাধারণ/সেফটি/স্বাস্থ্য) ও শ্রম পরিদর্শকগণ (সাধারণ/সেফটি/স্বাস্থ্য) উপমহাপরিদর্শকের নিকট পরিদর্শন প্রতিবেদন প্রদান করবেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস